• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সীমান্তে মিয়ানমারের আচরণ আসিয়ান দূতদের জানিয়েছে সরকার

প্রকাশিত: ২৩:২২, ১৯ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সীমান্তে মিয়ানমারের আচরণ আসিয়ান দূতদের জানিয়েছে সরকার

ফাইল ছবি

বেশকিছু যাবত বাংলাদেশ সীমান্তে উদ্বেগ ছড়াচ্ছে মিয়ানমারের আচরণ। মর্টার শেল এবং গোলাগুলির ঘটনাও ঘটছে। বিষয়গুলো ঢাকায় নিযুক্ত অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) দেশগুলোর দূতদের জানিয়েছে সরকার। 

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় আসিয়ানের যেসব রাষ্ট্রদূত আছেন, তাদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করেছে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম মিয়ানমার ইস্যুতে সীমান্তে যে সব কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো রাষ্ট্রদূতদের জানান।বৈঠকে ঢাকার অবস্থান পরিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে আসিয়ানের সমর্থন চাওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে বাংলাদেশের ভূখণ্ডে দফায় দফায় ভারী কামানের গোলা এবং মর্টারের গোলা নিক্ষেপের কথা তুলে ধরা হয়। এসবের জেরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের বিষয়টিও জানানো হয় আসিয়ান কূটনীতিকদের।

ব্রিফিং অনুষ্ঠানে আসিয়ান কূটনীতিকরা বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থানকে স্বাগত জানান। 

বিভি/এজেড

মন্তব্য করুন: