• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রকাশিত: ১২:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৯:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়ে ইমতিয়াজ আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তার মা-বাবা তাকে সঙ্গে করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

আব্দুলপুর জংশন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ও স্থানীয়রা জানান, সকাল ৮টা ৪৫মিনিটের দিকে ট্রেনটি লালপুর উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনে পৌঁছায়। তখন নাস্তা করার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। এ সময় ট্রেন ছেড়ে দিলে বাবাকে আগে তুলে দিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। ট্রেনের চাকার নিচে পড়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি।

ইমতিয়াজের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকায়।

নিহতের বাবা অ্যাডভোকেট ইসাহক আলীর সহকর্মী ও স্বজনরা জানায়, সকালে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে রেখে আসতে কমিউটার ট্রেনে চড়ে রাজশাহী যাচ্ছিলেন ইসাহক আলী এবং তার স্ত্রী। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

বিভি/টিটি

মন্তব্য করুন: