• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মানুষ না পেয়ে শিম্পাঞ্জির ছানা অপহরণ, মুক্তিপণ দাবি

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মানুষ না পেয়ে শিম্পাঞ্জির ছানা অপহরণ, মুক্তিপণ দাবি

ছবি: সিএনএন

মানুষের নয়, এবার শিম্পাঞ্জির ছানা অপহরণের পর মুক্তিপণ চেয়ে বসলো অপহরণকারীরা। আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের এই ঘটনাকে বিশ্বে প্রথম বলা হচ্ছে। এ নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যমসহ বিশ্ব মিডিয়া।

গত ৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কঙ্গো প্রজাতন্ত্রের কাতাঙ্গার একটি অভয়ারণ্যে প্রবেশ করে অপহরণকারীরা। সেখান থাকা পাঁচটি শিম্পাঞ্জির ছানার মধ্যে তিনটিকে অপহরণ করে পালিয়ে যায়। অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক চ্যান্টেরো আউটলেটকে জানান, অন্য দুটি শিপাঞ্জিকে একটি রান্না ঘরে লুকানো অবস্থায় পান। অপহৃত তিন শিপাঞ্জির নাম, সিজার, হুসেন ও মঙ্গা।

অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা বলেন, তার স্ত্রী অপহরণকারীদের কাছ থেকে তিনটি ক্ষুদেবার্তা এবং একটি ভিডিও পেয়েছেন। অপহরণকারীরা জানিয়েছে, মুক্তিপণ দেওয়া না হলে শিম্পাঞ্জি ছানাদের ক্ষতি করা হবে।

তিনি আরও বলেন, অপহরণকারীরা আমাদের সন্তানদের অপহরণের পরিকল্পনা করেছিল। আমার সন্তানরা ছুটি কাটাতে এখানে আসার কথা ছিল। তারা আসেনি। তাদের না পেয়ে এই তিন  শিমপাঞ্জিকে জিম্মি করেছে। আমাদের কাছে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করেছে। অর্থ দেওয়া অসম্ভব। মুক্তিপণ দিলেও তারা আবারও অপহরণ করতে পারে।

এ ঘটনায় অপরাধীদের ধরতে তদন্ত নেমেছে স্থানীয় প্রশাসন। সূত্র: সিএনএন

বিভি/এমআর

মন্তব্য করুন: