• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

করতোয়ার তীরে আছড়ে পড়ছে শোকের ঢেউ, ছবি নিয়ে চলছে অপেক্ষা

প্রকাশিত: ১৭:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ

পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে। আজ আরো ১৬ জনসহ এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৪১ জনের লাশ। এখনো অর্ধশতাধিক নিখোঁজ। তাদের খোঁজে নদী তীরে অপেক্ষমান স্বজনরা। দুর্ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি। পঞ্চগড়ে করতোয়ার তীরে স্বজন হারানোদের আর্তনাদ। প্রিয়জনকে খুঁজে ফিরছেন তারা।

নৌকাডুবিতে এখনো নিখোঁজ অর্ধশতাধিক। নদীর বিভিন্ন প্রান্তে নৌকা নিয়ে ঘুরছেন স্বজনহারারা। নিখোঁজদের ছবি নিয়ে অপেক্ষায় অনেকে। স্বজনহারা মানুষের কান্না আর হাহাকারে করতোয়ার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সেই সঙ্গে একেটা ঢেউ যেন একবুক শোক নিয়ে তীরে আছড়ে পড়ছে।

সোমবার ভোর থেকে উদ্ধার অভিযানে নামে পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার করা হয় আরো কয়েকটি লাশ। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। 

রবিবার দুপুরে মহালয়ার উৎসবে যোগ দিতে ইঞ্জিন নৌকায় বদ্বেশরী মন্দিরে যাচ্ছিলেন শতাধিক সনাতন ধর্মালম্বী। মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি।  প্রথম দিনের উদ্ধার অভিযানে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় দিন সকালে উদ্ধার হয় আরও ১৬ জন।

বিভি/এজেড

মন্তব্য করুন: