• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টিকটক ইউজারদের সুসংবাদ, আসছে নতুন ফিচার

প্রকাশিত: ১৮:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৮:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
টিকটক ইউজারদের সুসংবাদ, আসছে নতুন ফিচার

ছোট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বে তুমুল জনপ্রিয় টিকটক অ্যাপ। নতুন করে একটি ফিচার আনছে টিকটক। চালু হচ্ছে ডিজলাইক বাটন। এতোদিন অপছন্দের কোনো কনটেন্ট বা ভিডিওতে কেউ ইচ্ছে করলে অপছন্দ করার অনুভূতি জানাতে পারবেন না। কিন্তু এখন থেকে ডাউনভোট দিতে পারবেন। আগে এটা ছিল না।

সম্প্রতি টিকটক নিজেদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

ঘোষণা অনুযায়ী, ভিডিওর নিচে বিভিন্ন কমেন্টের সঙ্গে থাকা লাইক বাটনের পাশে দেখা যাবে নতুন এ বাটন। একটি ‘থাম্বস-ডাউন’ আইকন হিসেবে থাকবে এটি, যেটিতে ক্লিক করতে পারবে ব্যবহারকারী।

পরীক্ষামূলকভাবে গত এপ্রিলে ফিচারটি চালু হয়েছিল। টিকটক বলছে, এখন থেকে ফিচারটি বৈশ্বিকভাবে চালাতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া ডাউনভোট বাটনে পুনরায় চাপ দিয়ে এটি আনডু করতে পারবে তারা।

ভিডিওর বিভিন্ন কমেন্টের লাইক সংখ্যা দেখা গেলেও ডাউনভোট সংখ্যা সবাই দেখতে পাবে না। এর থেকে ইঙ্গিত মিলছে যে কেবল একটি ‘ব্যাক-এন্ড মডারেশন টুল’ হিসেবে কাজ করবে ডাউনভোট বাটনটি।

বিভি/এজেড

মন্তব্য করুন: