• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সিটি ইউনিভার্সিটিতে বেসিস এসইআইপি প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সিটি ইউনিভার্সিটিতে বেসিস এসইআইপি প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

সিটি ইউনিভার্সিটিতে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়েমেন্ট সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সিটি ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন হাবিবুর রহমান, লিড ট্রেইনার এবং ফয়সাল আহমেদ, এসিস্ট্যান্ট ট্রেইনার, বিআইটিএম, ঢাকা।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতায় Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের অধীনে শুরু হয়েছে BASIS-SEIP Tranche 3। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে বেসিসের BITM এর তত্ত্বাবধানে শুরু হয়েছে SEIP প্রোজেক্টের ফ্রি ট্রেইনিং প্রোগ্রাম। এইসব প্রশিক্ষণের শিক্ষার্থীরা কোন প্রশিক্ষণ ফি ছাড়াই প্রশিক্ষণ নিতে পারবে। এছাড়া প্রশিক্ষনের জন্য মাসিক নির্দিষ্ট মাত্রায় ভাতাও দেয়া হবে প্রশিক্ষণার্থীদের । প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কে চাকুরিতে অথবা আত্বকর্মসংস্থানের সহায়তাও প্রদান করবে বেসিস-বিআইটিএম।

সর্বমোট চৌদ্দটি কোর্স করানো হবে তবে, একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি কোর্স করতে পারবে। কোর্স গুলো হলঃ  (১) ওয়েব ডিজাইন  (২) গ্রাফিক ডিজাইন  (৩) ডিজিটাল মার্কেটিং  (৪) ওয়েব এপ্লিকেশন ডেভলপমেন্ট-পিএইচপি  (৫) ওয়েব এপ্লিকেশন ডেভলপমেন্ট-ডটনেট  (৬) প্র্যাক্টিক্যাল এসইও  (৭) মোবাইল এপ্লিকেশন ডেভলপমেন্ট  (৮) সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড ম্যানেজমেন্ট  (৯) আইটি সাপোর্ট টেকনিক্যাল  (১০) অ্যাফিলিয়েট মার্কেটিং  (১১) কাস্টমার সাপোর্ট এন্ড সার্ভিস  (১২) আইটি সেলস  (১৩) ইংলিশ কমুনিকেশন  (১৪) বিজনেস কমিউনিকেশন। 

বিআইটিএম এবং এসইআইপি  এর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিআইটিএম এর নিজস্ব ওয়েবসাইট( bitm.org.bd ) অথবা বিআইটিএম এর ফেসবুক পেইজে(facebook.com/BASIS.BITM).

বিভি/ এসআই

মন্তব্য করুন: