• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মাহবুব তালুকদার, এনআইডি’র ডিজি-পরিচালক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৮:০৮, ২৭ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
মাহবুব তালুকদার, এনআইডি’র ডিজি-পরিচালক করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) একেএম হুমায়ূন কবীর, পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদারসহ ইসি’র প্রায় ২০ জন বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২৭ জানিয়ারি) সকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি’ টক শীর্ষক আলোচনায় অংশ নিয়ে সিইসি এই তথ্য জানান। 

সিইসি বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের প্রায় ২০ জন করোনায় আক্রান্ত। অসুস্থ থাকায় আজ কমিশন সচিব আসতে পারেননি। তাঁর করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। 

দুই বছর ধরে করোনা মধ্যেও আমরা গ্যাপ দিয়ে হলেও নির্বাচন করেছি। ভোটাধিকার প্রক্রিয়া বা জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া আমরা বন্ধ রাখিনি। আমরা যেকোনো মূল্যে ঝুকিঁ নিয়ে ভোট করেছি- যোগ করেন তিনি।

উল্লেখ্য, এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন মাহবুব তালুকদার। তখন আইসিইউতেও নেওয়া হয়েছিলো তাঁকে। তখন তিনবার টেস্ট করার পর করোনা নেগেটিভ হন তিনি।

বিভি/এইচকে/এসডি

মন্তব্য করুন: