• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের

প্রকাশিত: ০১:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০১:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত কমিশন। এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিনের অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণায় আতঙ্কে দেশ ছাড়ছেন লাখ লাখ রুশ নাগরিক।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) তদন্ত দলের প্রধান এরিক মোজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বলেন, ইউক্রেনের বেসামরিক এলাকায় বোমাবর্ষণ, হত্যাযজ্ঞ, নিপীড়ন ও নৃশংস যৌন সহিংসতার মতো ভয়াবহ যুদ্ধাপরাধ চালিয়েছে রুশ সেনারা। জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের তদন্তকারী কোন দলের এ ধরনের অভিযোগ বিরল।

গত মে মাসে গঠিত ইনকোয়ারি কমিশনের এই অভিযোগের বিষয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক আদালত। এদিকে, টেলিভিশনে রুশ প্রেসিডেন্টের আংশিক সেনা সমাবেশের ঘটনায় যুদ্ধ এড়াতে সীমান্ত এলাকায় দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন। কেবল পাসপোর্ট নিয়ে গাড়িতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে যুবকদের। তবে এগুলোকে অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন: