• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন কৃষকের চিকিৎসা চলছে

প্রকাশিত: ১৭:১৯, ৬ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:৪০, ৬ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন কৃষকের চিকিৎসা চলছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে কাটাতারের কাছে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন কৃষক মো. কাদের। তার চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের এস আই আলাউদ্দীন তালুকদার জানান, উন্নত চিকিৎসার জন্য কাদেরকে বুধবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে কাটাতারের কাছে চারণরত গরু আনতে গিয়ে মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গুরুতর আহত কাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়। আহত কাদেরর এক পা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি মাইন বিস্ফোরণের ঘটনা বাড়ছে সীমান্ত এলাকায়। এর আগে রবিবার (২ অক্টোবর) সীমান্তবর্তী তুমব্রু বাজারের পার্শ্ববর্তী কোনাপাড়া এলাকায় সীমান্তবর্তী কাঁটাতার ঘেঁষা মাটির নিচে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক  রোহিঙ্গা শিশু মারা যায়।  এছাড়া গত ১৬ সেপ্টেম্বর তমব্রু সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাহাড়ি সম্প্রদায়ের এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়।
 

বিভি/এনএ

মন্তব্য করুন: