তফসিল ঘোষিত ব্যবসায়ী সংগঠনগুলোতে নির্বাচনে বাধা নেই

বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স পাওয়া সব ব্যবসায়ী সংগঠনের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে সুবিধাজনক সময়ে তারা নির্বাচন করতে পারবে।
বুধবার (৭ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একটি আদেশে এ তথ্য জানানো গেছে।
এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) করোনা মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-সহ সকল ব্যবসায়ী সংগঠনের নির্বাচন এ বছর স্থগিত করেছিলো বাণিজ্য মন্ত্রণালয়। সে নির্দেশনায়, জনসমাগম রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সকল বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছিলো।
দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন ৫ মে অনুষ্ঠিত হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিলো। ২০২১-২০২৩ মেয়াদের এই নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করে সংগঠনটির নির্বাচন পরিচালনা বোর্ড।
সচিবালয় সূত্রে জানায়, "বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬.০০.০০০০.১৫৭.৯৯.০০১.১৮.১৬৪ নম্বর স্মারকের কোভিড-১৯ এর বিস্তার রোধকরে জনসমাগম রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সকল সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্সপ্রাপ্ত সকল বাণিজ্য সংগঠন বর্ধিত সময়ের মধ্যে সরকারি নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক তাদের সুবিধাজনক সময়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যর্নিবাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।"
যে সকল বাণিজ্য সংগঠন স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক সাধারণ সভা আয়োজন এবং নির্বাচন বোর্ড কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক নির্বাচন প্রক্রিয়া চলামান রেখেছে সে সকল বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন সম্পন্ন করতে কোনো বাধা নেই বলেও সচিবালয় সূত্রে জানা গেছে।
বিভি/এইচএস/এনজি
মন্তব্য করুন