ব্রাজিলে করোনায় মৃত্যুর রেকর্ড

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছে ব্রাজিলে। করোনা মহামারিতে অন্যান্য দেশ আগের চেয়ে খানিকটা ভালো অবস্থায় আসলেও, এখনো নাজুক সময় পার করছে ব্রাজিল।
স্থানীয় সময় বুধবার ব্রাজিলে রেকর্ড এক হাজার ৯১০ জনের মৃত্যু হয়েছে। এতে সেখানে করোনায় এযাবত প্রাণহানীর সংখ্যা দুই লাখ ৬০ হাজারের কাছাকাছি পৌঁছায়। এযাবত করোনা শনাক্ত হয়েছে এক কোটি সাত লাখের বেশি মানুষের। বৈশ্বিক এই মহামারিতে মৃত্যুর জরিপে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। ব্রাজিলের ২৭টি রাজ্যে পাওয়া গেছে করোনাভাইরাসের ১৭টি ভিন্ন ভিন্ন জাত। ১৯ টি রাজ্যে খালি নেই কোন আইসিইউ। করোনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের বর্তমান সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া অব্যাহত আছে। কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে মহামারি ঠেকাতে নিজস্ব নীতির প্রয়োগ করছে বিভিন্ন শহর ও রাজ্যের স্থানীয় প্রশাসন।
বিভি/এমএইচকে