কলিমুল্লাহর কাঠগড়ায় শিক্ষামন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন।
শিক্ষামন্ত্রীকে অভিযুক্ত করে তিনি বলেছেন, দিপু মনির আশ্রয় প্রশ্রয় ও আশকারায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট দূরাবস্থার জন্য শিক্ষামন্ত্রীই দায়ী।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাজমুল আহসান কলিমউল্লাহ এসব কথা বলেন।
উপাচার্য কলিমউল্লাহর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৪৫টি অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের দুটি ১০ তলা ভবন ও একটি স্মৃতিস্তম্ভের নির্মাণকাজে উপাচার্যের অনিয়মের সত্যতা পেয়েছে ইউজিসির আরেকটি সরেজমিন তদন্ত কমিটি। এর জন্য উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওই কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।
তবে দায়িত্বে অবহেলা করাটা চরিত্রের মধ্যে নেই দাবি করে কলিমউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য দৈনিক ২০ থেকে ২২ ঘণ্টা কাজ করেন, মাত্র দুই ঘণ্টা ঘুমান তিনি।
তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক অপকৌশলের অংশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকি না কেন আমি বেরোবির উপাচার্য। আর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, উপাচার্যের পদ আবাসিক নয়, রেজিস্ট্রারের দায়িত্ব আবাসিক।