ভাওয়ালরাজের জমি সমস্যা সমাধানে কমিটি গঠনের সুপারিশ

ভাওয়ালরাজ স্টেটের জমির সমস্যা সমাধানে ৩ সদস্যের একটি কমিটি গঠনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। মনোরঞ্জন শীল গোপালকে সভাপতি এবং মো. হাবিবর রহমান ও মো. আনোয়ারুল আজীম (আনার) কে নিয়ে কমিটি গঠন করার সুপারিশ করা হয়।
একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১০ম বৈঠকে এমন সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মো. হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বৈঠকে বিগত ৯ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও ৮ম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া বৈঠকে “ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প” বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
নদীর স্বাভাবিক গতিপথ বজায় রাখতে যে নদীগুলো পাইলিং বা পিলারের মাধ্যমে দখল হচ্ছে তা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।