'ছবি তুলতে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনতেই পারিনি' (ভিডিও)

আবু দারদা যোবায়ের
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় মঞ্চের মাত্র আট ফুট দূর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি তুলেছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেদিন ভাষণটি ভালোভাবে শুনতে পারেননি। দুদিন পর অর্থাৎ ৯ মার্চ পুরো ভাষণটির রেকর্ড শুনেছিলেন ফকিরেরপুলে। এভাবেই ঐতিহাসিক সেই ভাষণের সময়কার স্মৃতিচারণ করছিলেন রয়টার্সের ফটোগ্রাফার রফিকুর রহমান।
তিনি বলেন, ভাষণটি ছিল অন্যরকম অনুভূতির।
সেদিন ভাষণে মনোযোগী না হয়ে ছবির পর ছবি তুলেছেন। আট মার্চ পত্রিকায় ভাষণটি পড়েছেন।
রফিকুর রহমান বলেন, মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য ছিলো রেসকোর্স ময়দান।
পঞ্চাশ বছর পর আবার ৭ মার্চ ফিরে আসা নিঃসন্দেহে রফিকুর রহমানের পেশাগত জীবনের আনন্দের দিন। বঙ্গবন্ধু যে স্টেজ থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেখান থেকে বঙ্গবন্ধুর ভাষণের ছবি বিভিন্ন এ্যাঙ্গেলে তুলেছেন। আজও বিভিন্ন সংবাদপত্রে তার তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখে তিনি নিজেকে ধন্য মনে করেন।
রোববার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাভিশন ডিজিটালের সঙ্গে কথা হয় রফিকুর রহমানের। খোলামেলা ও আন্তরিক স্বভাবের এ ফটোগ্রাফারের কথায় উঠে আসে নানান স্মৃতি।
১৯৭১ সালে ডেইলি দ্যা পিপল এ ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। ৭ মার্চের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সে সময় ছয়টি পত্রিকার ১২ জন ফটোগ্রাফারের মধ্যে বয়সে সবচেয়ে তরুণ ছিলেন রফিকুর রহমান। সেই ১২ জনের অন্য কেউ আর বেঁচে নেই। পঞ্চাশ বছর আগের সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকা রফিকুর রহমান বলেন, আবেগ অনুভূতি আর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে ছবির ভাষা বুঝতে হয়, পাঠককে বুঝাতে হয়। আর তাই আট ফুট দূর থেকে ছবি তুললেও পুরো ভাষণটির রেকর্ড তিনি শুনেছেন ৯ মার্চ।
রফিকুর রহমানের পুরো সাক্ষাৎকারটি দেখুন ভিডিওতে...