লালদিয়ার চরে বন্দরের জায়গা দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নৌ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে বন্দরের জায়গায় দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। যারা বন্দরের জায়গায় ব্যবসা পেতেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী।
বুধবার বিকালে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এসব কথা জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, উচ্ছেদের শিকার হওয়াদের মধ্যে কেউ যদি সত্যিকার অর্থেই গৃহহীন থাকে তাঁদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে সরকার। তবে লালদিয়ার চরে দখলদারদের বেশিরভাগই এলাকায় থাকেন না। তারা ঘর তুলে ভাড়া দিয়ে টাকা রোজগার করছেন। এটা মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
বিভি/এনজি
মন্তব্য করুন