আজম জে চৌধুরীর মা আর নেই

বিশিষ্ট শিল্পপতি, ইস্ট-কোস্ট গ্রুপের (ইসিজি) কর্ণধার এবং প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরীর মা এবং বর্তমান চেয়ারম্যান তানজিল চৌধুরীর দাদী বেগম বি নেসা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২ মার্চ) রাত সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
লাইলাক কমিউনিকেশনের চেয়ারপার্সন, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ও তার মেয়ে সেলিনা চৌধুরী সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমেছে।
মন্তব্য করুন