অটোমোশনে আসছে ডিএনসিসির ট্যাক্স ও লাইসেন্স সেবা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম জানিয়েছেন, স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ইতিমধ্যে ৪৬ হাজারের বেশি এলইডি বাতি লাগানো হয়েছে। নাগরিক সেবা সম্পর্কিত অভিযোগ সমাধানে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের অটোমেশন করা হবে। এর ফলে সেবা একদিকে যেমন হাতের মুঠোয় চলে আসবে, অন্যদিকে ইজ অব বিজনেসও এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট রিজওয়ান রাহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মেয়র একথা বলেন। এর আগে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানস্থ নগর ভবনে আসেন ডিসিসিআই প্রেসিডেন্ট।
এ সময় স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে গবেষণা ও উন্নয়নে কাজ করবে বলে জানান ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রেসিডেন্ট।
পরে স্মার্ট নগরী গঠনের নানা দিক তুলে ধরে মেয়র বলেন, শহরকে এগিয়ে নিতে হলে ‘রিচার্স এন্ড ডেভেলাপমেন্ট’র বিকল্প নেই। তাই গবেষণা ও উন্নয়নে ডিএনসিসি ও ডিসিসিআই একসাথে কাজ করতে পারে।