• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিমানবন্দর এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন  

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:৩২, ১৬ মে ২০২৪

ফন্ট সাইজ
বিমানবন্দর এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন  

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ফ্লাইওভারের উপরে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬  মে) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে প্রাইভেটকারটিতে আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়েছে। 

গাড়িতে শুধু চালক ছিলেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2