• NEWS PORTAL

  • রবিবার, ২৩ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিলিন্ডার লিকেজ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ঘুমন্ত কবিরের মৃত্যু

প্রকাশিত: ১৪:৩১, ১১ জুন ২০২৪

ফন্ট সাইজ
সিলিন্ডার লিকেজ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ঘুমন্ত কবিরের মৃত্যু

রাজধানী আদাবর বেড়িবাঁধে সিলিন্ডার লিকেজ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে কবির হোসেন নামে ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। বেড়িবাঁধের পাশে একটি ভাঙ্গারির দোকানে সিলিন্ডারটি কাটার সময় এই ঘটনা ঘটে।

রাজধানী আদাবর বেড়িবাঁধে কাল্লুর ভাঙ্গারির দোকানে সোমবার রাত তিনটার দিকে পুরোনো সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় পাশের বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজন অসুস্থ হয়ে পড়েন। নির্গত বিষাক্ত গ্যাসে মারা যান কবির হোসেন নামে একজন।

গ্যাসের বিষাক্ততায় আশপাশের গাছের পাতাও নুয়ে পড়েছে। এই ঘটনায় চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে।

সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন ৯জন। পাঁচজন এখনো চিকিৎসাধীন। এই ঘটনায় ভাঙ্গারি দোকানের মালিকের ছেলেকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2