• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৩, ১৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী মা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮টায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাছিমপুর মহল্লার নাসির উদ্দিন-এর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও তাঁর ছেলে নয়ন (২২)।

বঙ্গবন্ধু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ জানান, নলকা সেতু এলাকায় ব্যাটারিচালিত একটি অটোভ্যান রাস্তা পার হওয়ার সময় বিকল হয়ে যায়। এসময় দ্রুতগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। আহত হন মেয়ে ইসরাত জাহান।

খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষনা করেন।

এছাড়া এদিন সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা পাঁচ নম্বর সেতু এলাকায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. আব্দুল্লাহেল বাকী জানান, সলঙ্গার খালকুলা এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের সংগে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় বাসের অন্তত সাত যাত্রী আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান এসআই বাকী।

বিভি/এএন

মন্তব্য করুন: