• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রামপুরায় দুই বাসের প্রতিযোগিতায় শিক্ষার্থীর মৃত্যু, যানবাহনে আগুন বিক্ষুব্ধ জনগণের

প্রকাশিত: ০০:২২, ৩০ নভেম্বর ২০২১

আপডেট: ১৩:৩৪, ৩০ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
রামপুরায় দুই বাসের প্রতিযোগিতায় শিক্ষার্থীর মৃত্যু, যানবাহনে আগুন বিক্ষুব্ধ জনগণের

রাজধানীর রামপুরায় দুই বাসের প্রতিযোগিতায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে আটটি বাসে আগুন দিয়েছে। 

সোমবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে রামপুরা টিভি রোডের পলাশবাগ এলাকায় সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রামপুরা থানা পুলিশ। 

 

নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়

রামপুরা থানার উপ-পরির্দশক (এসআই) তাপস জানান, অনাবিল পরিবহনের বাস চাপায় একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনসহ একাধিক বাসে আগুন দিয়েছে।

স্থানীয়রা বলছেন, নিহতের নাম মাইনুদ্দিন। তিনি রামপুরা ‘একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ’-এর এসএসসি পরীক্ষার্থী।

অনাবিল পরিবহনের ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিঝিলের উপ-কমিশনার আব্দুল আহাদ। তিনি জানান, তাদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রামপুরায় আটটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিভি/এসএইচ/এসডি

মন্তব্য করুন: