• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বরগুনায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

প্রকাশিত: ১০:৫০, ২৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
বরগুনায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

বরগুনায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ১২ জন।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের গলাচিপা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনার তরী নামের ওই বাসটি শনিবার সন্ধ্যায় ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসে। পথিমধ্যে গলাচিপা বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ২০ জনই আহত হন। এদের মধ্যে গুরতর আহত হন ১২ জন।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাহাঙ্গীর কবির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদেরকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতরদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিভি/এএন

মন্তব্য করুন: