• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতার মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতার মৃত্যু

মাদারীপুরের রাজৈরে বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বেলুন বিক্রেতা জাহিদুল বেপারী (১৮) নিহত হয়েছে। এ সময় আহত আরও তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

বদরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় গ্যাসের বেলুন বিক্রির উদ্দেশ্যে বেলুনে গ্যাস প্রবেশ করানোর সময় সিলিন্ডারটি অতিমাত্রায় গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় জাহিদুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একইসাথে আরো দুই বিক্রেতা রাকিব (১৮) ও জুবায়ের মাতুব্বরসহ (২২) স্থানীয় এক শিশু আদনান মোল্লা (১২) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মুমূর্ষু অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত জাহিদুল ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাচকাইচাইল গ্রামের মোস্তফা বেপারীর ছেলে।

বিভি/রিসি

মন্তব্য করুন: