• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

তুরাগ বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৭, ৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
তুরাগ বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু

বিস্ফোরণস্থল, ছবি: সংগৃহিত

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে মিজানুর রহমান (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হলো।

গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ তিনজন। তারা হলেন নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) আলমগীর হোসেন আলম (২৩)

হাসপাতাল সূত্র বলছে, মিজানুর রহমানের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী গ্রামে। দুই ভাই দুই বোনের মধ্যে মিজানুর ছিলেন বড়। তার আট বছরের একটি সন্তান রয়েছে। তার স্ত্রী জহিরুন বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, মিজানুরের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: