• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

করতোয়া থেকে আরও ১৮ মরদেহ উদ্ধার, বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা

প্রকাশিত: ১৯:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
করতোয়া থেকে আরও ১৮ মরদেহ উদ্ধার, বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির তৃতীয় দিনের অভিযানে আরও ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬৮ জন। এখনো নিখোঁজ ১৬ জন। তাদের খুঁজে ফিরছেন স্বজনরা। আর প্রিয়জন হারিয়ে পাগলপ্রায় পরিবারগুলো। বাড়ি-বাড়ি চলছে শোকের মাতম। 

কোন সান্তনাতেই থামছে না পঞ্চগড়ের করতোয়াপাড়ের শোক মাতম। ছবি নিয়ে লাশের অপেক্ষায় অনেকে। ছুটছেন নিখোঁজদের খোঁজে । প্রিয়জনের লাশের এই অপেক্ষা শুধুই বেদনাময়। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরের আলো ফোটার পর শুরু হয় তৃতীয় দিনের উদ্ধার অভিযান। উদ্ধার হয় বেশ কয়েকটি লাশ। এখনো স্বজনদের খুঁজে না পাওয়ারা চান অভিযান আরো চলুক। 

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের  সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, লাশের পর লাশ উদ্ধার হয়েই যাচ্ছে। মরদেহ উদ্ধারে আমাদের চেষ্টা সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছি।

এদিকে, প্রিয়জন হারানোর শোকে পাগলপ্রায় পরিবারগুলো। মৃতদের সৎকারে সহযোগিতার আশ্বাস  দিয়েছে জেলা প্রশাসন।  

গত রবিবার মহালয়ার উৎসবে যোগ দিতে ইঞ্জিন নৌকায় বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন শতাধিক সনাতন ধর্মালম্বী। অতিরিক্ত যাত্রীর ভারে মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি।

বিভি/এজেড

মন্তব্য করুন: