• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোংলা ইপিজেডের আগুন প্রায় নিয়ন্ত্রণে, ১৫০ কোটি টাকার ক্ষতি দাবি

প্রকাশিত: ১০:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মোংলা ইপিজেডের আগুন প্রায় নিয়ন্ত্রণে, ১৫০ কোটি টাকার ক্ষতি দাবি

ছবি: বুধবার সকালের চিত্র

মোংলা ইপিজেডে ভিআইপি-১ লাগা আগুন ১৫ ঘণ্টা পর প্রায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে কিছু কিছু অংশ থেকে এখনও ধোয়া উড়তে দেখা যায়। 

এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এদিকে আগুন লাগার ঘটনায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে এমন দাবী করে ভিআইপি কারখানার কর্মকর্তা আশীষ কুমার কর্মকার মঙ্গলবার রাতে মোংলা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। তবে, আগুন লাগার পর ইপিজেড-এ কর্মরত শ্রমিকরা জানান, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় কারখানাটির ফেব্রিকস এর গোডাউনে আগুন ধরে যায়। 

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) আবুল হাসান মুন্সিকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দেবে।

বিভি/এমআর

মন্তব্য করুন: