• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ঢাকার সিজেএম কোর্টের মাল খানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১৩:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৪:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ

হঠাৎ আগুন লেগেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে বলে জানা গেছে। এরই মধ্যে এই আগুনের ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে আদালত পাড়ায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। 

আদালত সুত্রে জানা যায়, বেলা পৌনে ১টার দিকে হঠাৎই আগুন আগুন বলে চিৎকার দিতে থাকে এক বিচারপ্রার্থী। এরপরই পরই জিআর শাখায় আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে, এখনো তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে, আদালত পাড়ায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আগুন লেগে মালখানায় বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ও আলামত নষ্টের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহাদাত হোসেন বাংলাভিশনকে বলেন, দুপুর ১টা ১৭ মিনিটে সিএমএম কোর্টে আগুন লাগার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। বর্তমানে সেখানে ৪টি ইউনিট কাজ করছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: