• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তামাক ছেড়ে সবজি চাষে ঝুঁকছে কৃষকরা

প্রকাশিত: ১২:২৮, ৬ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
তামাক ছেড়ে সবজি চাষে ঝুঁকছে কৃষকরা

ক্ষতিকর তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে সবজি চাষে ঝুঁকেছেন লালমনিরহাটের কৃষকরা।  তরমুজ, টমেটো, করলাসহ বিভিন্ন সবজি চাষ করে বেশি লাভ পাচ্ছেন তারা। তামাক চাষ বন্ধে সবজি চাষে কৃষকদের সহযোগিতা দেয়ার আহ্বান সচেতন ব্যক্তিদের। 

তামাক অধ্যূষিত এলাকা লালমনিরহাটের মুগলহাট ও শাপ্টিবাড়ি ইউনিয়ন। একসময় এ মাটিতে তামাক চাষ করে কাঁচা টাকা আয় করতেন কৃষকরা। এখন চাষ হচ্ছে বিষমুক্ত ফসল। বিকল্প ফসল না পেয়ে তামাক চাষ করতেন বলে জনিয়েছেন স্থানীয়রা।

২০১৭ সালে বেসরকারি বিভিন্ন উন্নায়ন সংস্থার সহযোগিতায় তামাক ছেড়ে বিকল্প ফসল চাষ শুরু করে কৃষকরা। চলতি মৌসুমে উচ্চ ফলনশীল ফসল চাষ করে লাভবান হয়েছেন অনেকে।  

সবজি চাষে লাভবান হওয়ায় একটা সময় জেলায় তামাকের চাষই থাকবে না, বলছেন কৃষি কর্মকর্তা। আর এ বিষয়ে কৃষকদের সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তামাক চাষে আগ্রহ হারিয়েছে প্রায় পাঁচশ’ কৃষক। ক্ষতিকর এ উদ্ভিদ চাষের জমি কমেছে প্রায় চারশ’ হেক্টর।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2