• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

জামালপুরে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা এক তরমুজের দাম পাঁচ হাজার

মোহাম্মদ শাহিন জামালপুর 

প্রকাশিত: ১২:১১, ১৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
জামালপুরে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা এক তরমুজের দাম পাঁচ হাজার

জামালপুর জেলার মাদারগঞ্জের একটি মাদ্রাসার মাঠে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা একটি তরমুজ নিলামে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়। 

গ্রীষ্মকালীন ফলের মধ্যে তরমুজ অন্যতম। মিষ্টি স্বাদের এবং পানির পরিমাণ বেশি হওয়ায় গরমকালে এটি খুবই উপকারী ফল। বেশ সহজলভ্য এ ফল শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক দেশেও পাওয়া যায়। 

জানা গেছে,  মাদারগঞ্জ আ. আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে প্রাকৃতিকভাবে জন্ম নেয় একটি তরমুজ গাছ। এ গাছে একটি তরমুজ প্রাকৃতিকভাবে বেড়ে উঠে পরে আজ ১৭ (আগষ্ট) সকালে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী তরমুজটি নিলামের মাধ্যমে পাঁচ হাজার টাকায় বিক্রি করেন।

নিলামে তরজুমটি ক্রয় করেন ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক, জনাব আশরাফুন নিসা ফাহিমা।

নিলামের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাকৃতিকভাবে একটি তরমুজের গাছ বেড়ে উঠে এবং তাতে একটি তরমুজ ধরলে তা নিলামের মাধ্যমে পাঁচ হাজার টাকায় বিক্রি করে মাদ্রাসার ক্যাশে জমা করা হয়। 

বিভি/রিসি

মন্তব্য করুন: