• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পার্বত্য অঞ্চলে কফি চাষের উপযোগিতা পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ১৭ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পার্বত্য অঞ্চলে কফি চাষের উপযোগিতা পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা

পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে কফি চাষের উপযোগিতা পরীক্ষায় অন্তর্ভূক্ত কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির আয়োজনে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সভায় খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি গবেষক মো. মহাব্বত উল্ল্যা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার প্রমুখ।

শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, কফি চাষের মতো আরো যদি অন্যান্য চাষের সুযোগ ও উৎসাহ সৃষ্টি করে দিতে পারে তাহলে কৃষকরা উন্নত হবে। আবাদি অনবাদি জমিগুলো কাজে লগিয়ে কৃষকদের যদি নিজের আর্থিক সচ্ছলতা ফিরে পেতে পারে তাহলে দেশ এগিয়ে যাবে। 

মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে যে আবাহাওয়া কফি চাষের জন্য খুব উপযোগী, এখানকার মানুষের কফি চাষের মাধ্যমে ভাগ্যবদল হবে । মতবিনিময় সভায় কফি চাষের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের কফি বাগান গাছ ও কফি ফল পরিদর্শন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ অতিথিরা। এসময় বাগানের কফি গাছের ফল ছিঁড়ে দেখেছেন। 

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন: