• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কা’বা শরীফে বাংলায় লেখা বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২১:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২৩:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
কা’বা শরীফে বাংলায় লেখা বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ আব্দুল মজিদ তালুকদার দরবেশি মুজাদ্দেদি বুখারির জীবনীর কিছু অংশের উপর রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে পবিত্র কা’বা শরীফে। বইয়ের নাম 'অভিজাত বংশের এক উজ্জ্বল তারকা'

বইটি রচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক প্রফেসর ডক্টর আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ মুকাদ্দেমুল হক দরবেশি মুজাদ্দেদি বুখারি। গত ১৮ই ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মুসলিম উম্মার কিবলা পবিত্র কা'বা শরীফের অভ্যন্তরে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ আব্দুল মজিদ তালুকদার দরবেশি মুজাদ্দেদি বুখারির আংশিক জীবনের উপর রচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুসলিম দার্শনিক প্রফেসর ড. আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ মুকাদ্দেমুল হক দরবেশি মুজাদ্দেদি বুখারির লেখা 'অভিজাত বংশের এক উজ্জ্বল তারকা' বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সেখানে উপস্থিত ছিলেন বইটির লেখক ওয়ার্ল্ড মুসলিম মিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ মুকাদ্দেসুল হক দরবেশি মুজাদ্দেদি বুখারি, বইটির প্রকাশক ইঞ্জিনিয়ার হাফেজ আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ সাজাজুল হক দরবেশি মুজাদ্দেদি বুখারি, প্রফেসর আলহাজ্ব মনিজা হক মুজাদ্দেদি, শিল্পপতি আলহাজ্ব মুহাম্মাদ নাজমুল ইসলাম শাহিন, ইজিনিয়ার আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ গোলাম মুজাহিদ প্রমুখ। 

মোড়ক উন্মোচনের পর তারা সেখানে মুসলিম উম্মার সার্বিক মঙ্গলের জন্য মুনাজাত করেন। দু'আ শেষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পরে গত ২১ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মদীনাতুল মুনাওয়ারা মুবারকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফের অভ্যন্তরে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ আব্দুল মজিদ তালুকদার দরবেশি মুজাদ্দেদি বুখারিকে উনার বংশ পরিক্রমা ও ছবির যৌথ সমন্বয়ে বাঁধাই করা দুটো ফ্রেম হাদিয়া পেশ করেন ওয়ার্ল্ড মুসলিম মিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ মুকাদ্দেমুল হক দরবেশি মুজাদ্দেদি বুখারি।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইঞ্জি. হাফেজ আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ মাআজুল হক দরবেশি মুজাদ্দেদি বুখারি, শিল্পপতি আলহাজ্ব মুহাম্মাদ নাজমুল ইসলাম শাহিন, ইঞ্জিনিয়ার আলহাজ্ব ইমাম সৈয়দ মুহাম্মাদ গোলাম মুজাহিদ প্রমুখ। তারপর পর তারা সেখানে মুসলিম উম্মার সার্বিক মঙ্গলের জন্য দু'আ করেন। দু'আ শেষে তারা নিজ নিজ গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা হন।

বিভি/এজেড

মন্তব্য করুন: