• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত, পুরস্কৃত হলেন ৫জন

প্রকাশিত: ২৩:৪৩, ৩ মে ২০২৪

আপডেট: ২৩:৪৭, ৩ মে ২০২৪

ফন্ট সাইজ
প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত, পুরস্কৃত হলেন ৫জন

লেখকদের মিলনমেলার মাধ্যমে দিনভর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে আজ শুক্রবার (৩ মে) দিনব্যাপী বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়।

আয়োজনে ‘প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেয়েছেন ৫ কৃতিমান লেখক।’ প্রতিভা প্রকাশ আজীবন সম্মাননা পেয়েছেন লেখক ইমদাদুল হক মিলন এবং ‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার পেয়েছেন- রোকেয়া খাতুন রুবী (কথাসাহিত্য), মজিদ মাহমুদ (কবিতা), রিফাত নিগার শাপলা (শিশুসাহিত্য), ফখরুল হাসান (প্রবন্ধ/গবেষণা)।

প্রতিভা প্রকাশ থেকে এ যাবত আট শতাধিক সৃজনশীল বই প্রকাশ হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করেছেন।

লেখক সম্মিলনে অতিথি হিসেবে বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন- লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক,  শিশুসাহিত্যিক আনজীর লিটন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)'র সাবেক মহাপরিচালক ড.আবদুল হাই সিদ্দিক,  কবি ও কথাসাহিত্যিক ঝর্না রহমান, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ, কবি ও গবেষক ড. তপন বাগচী, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক আসলাম সানী, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, প্রকাশক আলমগীর সিকদার লোটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি.-এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশ-এর প্রকাশক মঈন মুরসালিন।

বক্তব্য রাখছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল

সারাদেশ থেকে যেসব লেখকগণ অংশ নিয়েছেন তারা হলেন- শ্যামলী কর্মকার, আবিদ হান্নান, ইফতেখার শিবলী, দয়াল ফারুক, সাগর আহমেদ, রাশিদুল হাসান বাচ্চু, মুশফিকা মোশাররফ, মহিউদ্দিন শিবলী, নজরুল ইসলাম মন্ডল, শামিমা সিরাজী সুমি, পলি রহমান, তাহমিনা শিল্পী, সায়েফ সুফল, রিবা সুলতানা, মাহবুবা ফারুক, শারাবান তহুরা, সুমন সুবহান, অমিত সরকার, রতন আলী, আর্শিনা ফেরদৌস, দারুস সালাম মাসুদ, শামীমা ইয়াসমিন, ফরহাদুজ্জামান শেখ, আদনান ফারাবী, জান্নাত তায়েবা, তাসরিবা খান, আহমাদ স্বাধীন, হালিম নজরুল, বিপুল প্রিয়, মাহবুব রুমন, কাব্য কস্তা, দীন মুহাম্মদ, নাসরীন তাহের, শেখ নাজনীন, সালমা সুলতানা, মনির হোসেন জীবন, সাইকা আলম, শামছুন নাহার, ড. শাহনাজ পারভীন, শাহনাজ পারভীন মুক্তি, আলমগীর খোরশেদ, এস আফরোজ, এম. আব্দুল কাইয়ুম, সি এম শাহীন, রাবেয়া রুবি, সারওয়াৎ জাবীন লুবনা, আহমেদ মোস্তফা ফয়সাল, কলি চক্রবর্তী, সিরাজ উদ্দিন শিরুল, আহমেদ জসিম, নজরুল ইসলাম খান, আউলিয়া পারভীন, শাহানারা স্বপ্না, নাসরীন রেখা, মাহবুবুল আলম মহব্বত, শেখ বারী, গোলাম নবী পান্না, সুরাইয়া চৌধুরী, নাজমুছ সাদাৎ নোমান, নেপাল সূত্রধর চয়ন, আনোয়ার হোসেন, সরকার জাহিদুল ইসলাম, রফিক আনম, পুস্পিতা রায়, কল্পনা দাস, সাঈদ মাহবুব, নিয়ামুল বারী, সবুজ ইসলাম, আজিম সৈয়দ, কুসুম তাহেরা, শেলী সেলিনা, সুপান্থ মিজান, ফিরোজ আহমেদ বাবুল, সুপদ বিশ্বাস, আবু রাসেল, পৃথ্বীশ চক্রবর্তী, ইমরান পরশ, ফারজানা পরী, বিপ্লব মোহন চৌধুরী, আকাশমণি, আশ্রাফ বাবু, সোনিয়া তাসনিম, রুবেল হাবিব, পুলিন রায়, সুফিয়ান আহমদ চৌধুরী, সেলিনা আক্তার সেলিনা, মুহাম্মদ ইসহাক, শিমুল পারভীন, মেহেদী হাসান ইমন, মোহাম্মদ শাহজামান, মনিরুজ্জামান তুহিন, মফিদুল ইসলাম, শামীম হাসনাইন, বিটন বড়ুয়া, নূর মোহাম্মদ, মোহাম্মদ শাহজাহান, সিফাত চাখারী, সৈয়দ কামরুল হাসান, আবুল বাশার বাচ্চু, উম্মে হাবিবা কনক, মুস্তাফা ইসলাহী, শ. ম. ওয়াহিদুজ্জামান, তাহমীদ আবরার, এম কামরুজ্জামান, আশেক জুনায়েদ, মুহাম্মদ মনিরুল হক, সৈকত রায়হান, শাহনাজ মাহামুদা জেবা, সাইদ খোকন নাজিরী, মশিউর রহমান দুর্জয়, সেলিনা আখতার, নাজিমউদ্দিন রুম্মান, সোহাগ পারভেজ, ড. ইয়াহইয়া মান্নান, আফরোজা আক্তার, হাসিনা সাঈদ মুক্তা, আয়শা হোমায়রা মুক্তা, কাজল মাস্টার, শেখ বিপ্লব হোসেন, আসমান আলী, কানিজ ফাতেমা, বাপ্পি সাহা, আবুল খায়ের নাঈমুদ্দীন, সিয়াম আহমেদ, আশিকুর রহমান স্বাধীন, জহুরুল হক সুমন, নজমুল ইসলাম খসরু, সৈয়দ শাকিল আহাদ, নুরুন্নাহার ডলি, মোহাম্মদ আনিছুর রহমান, অধরা আলো, নাজনীন শুভ্র, ফখরুল হাসান, মানিক চক্রবর্তী, শারমিন সুলতানা রীনা, আরিফা রহমান, সাজেদা সুলতানা কলি, মিনা ফারুক, আমেনা খানম, কাজী আনারকলি, রুহুল আমিন, গাজী আবু হানিফ, ডরিন আহম্মেদ, রিনা রহমান, সুপ্রীতি বিশ্বাস সুস্মি, এস এম সাথী বেগম, বাবলু মওলা, মোহাম্মদ মোশতাক চৌধুরী, মোঃ সোয়াইব ভুইয়া, মোহাম্মদ আরিফ, সিরাজিয়া পারভেজ, নাফে নজরুল, নাদিরা খানম, সুলেখা আক্তার শান্তা, আমিনা সুলতানা সানজানা, মো. শামীম মিয়া, পারভীন শাহনাজ। পশ্চিমবঙ্গ থেকে অংশ নিয়েছেন- বন্দনা পাল, চৈতালি রায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: