নরসিংদীতে বাংলাভিশনের হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
বাংলাভিশনের পবিত্র কুরআনের আলোর ১৭তম আসরের হিফজুল কুরআন প্রতিযোগিতার নরসিংদী জেলার অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে শহরের কামারগাঁও দারুল উলুম শফিকুল ইসলাম মাদ্রাসায় এই অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও নরসিংদীর জেলার ১৮টি মাদ্রাসার ৩৫ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে ১২জনকে দ্বিতীয় পর্বের (ঢাকা বিভাগীয় প্রতিযোগিতা) জন্য ইয়েস কার্ড দেওয়া হয়। এরা হলেন, মুহাম্মদুল্লা বিন শফিক, মো. মিজানুর রহমান, আব্দুল্লাহ বিন ইউসুফ, আব্দুল্লাহ হুসাইন সায়ন, মো. সাজিদ আহমেদ সিয়াম, মো. ইসহাক, মো. এনামুল হক শাওন, মো. সাজ্জাদ আল আশরাফ, সালেহ আব্দুল রহমান সিদ্দিক, মো. আব্দুল্লাহ আল জুবায়ের, মো. আদনান সিদ্দিকী সাবিদ ও আব্দুল ওয়াহেদ নাফি।
প্রতিযোগিতার অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন তারতীলুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারি মো. শামছুল ইসলাম।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাফেজ এইচ এম জাকারিয়া, কামারগাঁও দারুল উলুম শফিকুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মো. শহিদুল ইসলাম সিরাজী।
পবিত্র রমজানে কুরআনের আলো সম্প্রচারিত হবে বাংলাভিশন টেলিভিশনে।
বিভি/এসজি
মন্তব্য করুন: