• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বর্ণপদক পেলেন ড. এস এম ইলিয়াছ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩০, ২৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বর্ণপদক পেলেন ড. এস এম ইলিয়াছ

ড. এস এম ইলিয়াছকে স্বর্ণপদক পরিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান

অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির আয়োজনে শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনলাইন সাহিত্য ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহীন সামাদ। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক ড. এস এম ইলিয়াছ এবং অবসরপ্রাপ্ত যুগ্মসচিব, কবি ও সাহিত্যিক ড. আমিনুর রহমান মো. তারেক।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক কবি সাহিত্যিক ও গুণীজনকে সম্মাননা স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বর্ণপদকে ভূষিত হন লেখক ও গবেষক ড. এস এম ইলিয়াছ।

বিভি/এসডি

মন্তব্য করুন: