• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

“বাঙ্গালির পিতার নাম শেখ মুজিবুর” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৪:৩৪, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:১৪, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
“বাঙ্গালির পিতার নাম শেখ মুজিবুর” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি প্রকাশিত ‘বাঙ্গালির পিতার নাম শেখ মুজিবুর” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ অক্টোবর) গণভবনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি, ইতিহাসের মহানায়ক, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে প্রকাশিত “বাঙ্গালির পিতার নাম শেখ মুজিবুর” স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন করেন। 

এই সময় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান, সমিতির সাবেক সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম এবং সমিতির মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল উপস্থিত ছিলেন। 

স্মারকগ্রন্থে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ‘গ্রামীণ অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু কথা’ শীর্ষক গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে।

এছাড়া স্মারকগ্রন্থে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের উপর লিখেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফফার চৌধুরী, মরহুম এইচ টি ইমাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মরহুম শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, সৈয়দ মনজুরুল ইসলাম, ড. আতিউর রহমান, নাসির উদ্দিন ইঊসুফ, মোহাম্মদ জমির, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, এম এ সাত্তার মণ্ডল, সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মরহুম হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরীসহ অনেক প্রথিতযশা লেখক ও কবি। 

স্মারকগ্রন্থের জন্য বাণী দিয়েছেন  মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। 

১২০ গ্রাম আর্ট পেপারে মুদ্রিত স্মারকগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: