• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোজাম্মেল হকের ‘শতাব্দীর মহানায়ক’ ও ‘বিশ্বনেতা শেখ হাসিনা’ বাজারে

প্রকাশিত: ১৫:১০, ২১ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৫:১১, ২১ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
মোজাম্মেল হকের ‘শতাব্দীর মহানায়ক’ ও ‘বিশ্বনেতা শেখ হাসিনা’ বাজারে

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘শতাব্দীর মহানায়ক‘ ও ‘বিশ্বনেতা শেখ হাসিনা‘ নামের দুটি বই প্রকাশ করেছেন সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

জাতির জনককে নিয়ে তাঁর লেখা ‘শতাব্দীর মহানায়ক’ বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশ ও শেখ হাসিনাকে নিয়ে লেখা বইনি হাক্কানি পাবলিশার্স প্রকাশ করেছে। বই দু‘টির পরিবেশনায় রয়েছে মিরর মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড।

শতাব্দীর মহানায়ক বইটিতে লেখক উল্লেখ দেখিয়েছেন, বঙ্গবন্ধুই এক সংগে স্বাধীন দেশ ও স্বাধীন জাতির পিতা। এতো বড় নেতা গত শতাব্দিতে  জন্ম নেননি।

অন্যদিকে, ’বিশ্বনেতা শেখ হাসিনা‘ বইয়ে বঙ্গবন্ধুকন্যার জীবনকে এক মলাটে তুলে আনার চেষ্টা করেছেন ড. মো. মোজাম্মেল হক খান। এটি তাঁর খ্যাতিমান লেখকদের প্রবন্ধের সংকলন সম্পাদনা। সংবাদ বিজ্ঞপ্তি

বিভি/এসএম

মন্তব্য করুন: