• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী

প্রকাশিত: ১০:৩৭, ১৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী

নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী আজ বৃহস্পবার। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেলিম আল দীনের। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার ওপর গবেষণা করে স্মরণীয় হয়ে আছেন। ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন তিনি। 

আধুনিক বাংলা নাটকে স্বকীয় রীতির প্রবক্তা এই প্রাজ্ঞ নাট্যতাত্ত্বিকের জন্মলগ্নকাল উদযাপন উপলক্ষে পুষ্প অভিযাত্রা, মাস্টার ক্লাস ও নাট্যোৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। দিনের শুরুতে (১৮ আগস্ট) সকাল দশটায় শুরু হবে পুষ্প অভিযাত্রা ও দুপর ১২ টায় অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাস।

সেলিম আল দীন একুশে পদক, বাংলা একাডেমি, কথাসাহিত্য পুরস্কার, নান্দিকার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। 

২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা নাটকের শিকড়সন্ধানী এ নাট্যকার ১৯৪৯ সালের এই দিনে ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। 

বিভি/রিসি

মন্তব্য করুন: