• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কাল থেকে শুরু একুশে বই মেলা, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ৩০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
কাল থেকে শুরু একুশে বই মেলা, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

একদিন পর শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা- অমর একুশে গ্রন্থমেলা। মেলাকে ঘিরে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে প্রকাশকরা। গত বছরের তুলনায় এবার সময় বেশি  স্টলের প্রস্তুতিসহ সব কাজ সুন্দরভাবে করতে পারলেও, কাগজের দাম বাড়ায় প্রকাশরা চ্যালেঞ্জের মুখে। আশানুরূপ বই ছাপাতে না পারা আর ব্যয় বাড়ায় বই বিক্রি নিয়ে তারা উদ্বিগ্ন।

বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি। বিভিন্ন প্রকাশনার স্টল তৈরির কাজও প্রায় শেষের দিকে। 

মেলার প্রস্তুতি দেখতে এসেছেন বইপ্রেমীদের কেউ কেউ। 

এবছর কাগজের দাম বেশি থাকায় বইয়ের দামও বাড়বে। আর তাই, প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হবে কি না এমন সংশয়ে আছেন প্রকাশকরা।

দাম বাড়ায় বই কম ছাপানোর কথাও জানালেন অনেকে।

এবার বইমেলায় ৫৭৫ টি প্রকাশনীর ৮৫৭ টি স্টল থাকছে। ফেব্রুয়ারি জুড়ে লেখক, প্রকাশক আর পাঠকদের পদচারণায় মুখ হবে মেলা প্রাঙ্গণ।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: