বেতন-ভাতা বকেয়া রেখে মালিক উধাও, গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

বেতন-ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখে প্রতিষ্ঠানের মালিক আত্মগোপন করার অভিযোগে চট্টগ্রাম মহানগরীতে রাস্তায় নামেন কয়েকশ' গার্মেন্টস কর্মী। আজ (বুধবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এসময় শ্রমিকরা অভিযোগ করেন, পদ্মা ওয়্যারস লিমিটেডের মালিক গত মাসের বেতন, ছুটির টাকা এবং চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা না দিয়ে উল্টো কারখানা বন্ধ করে দেন। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামেন তারা।
এদিকে, শ্রমিকদের নিবৃত্ত করতে সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ শ্রমিকদেরকে অবস্থান কর্মসূচি স্থগিতের অনুরোধ করলেও অনঢ় থাকে তারা।
ওই প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মোহাম্মদ মানিক জানান, ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। তাদের আন্দোলন অযৌক্তিক। তবে কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লাপাত্তা স্বীকার করেন তিনি।
প্রতিষ্ঠানটি বেপজা’র অধীন। এর মধ্যে মালিকের কোনো সন্ধান না মিললে বেপজা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
বিভি/এনজি
মন্তব্য করুন