• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে আজ ঘরে ফিরছে নারী ফুটবলাররা

প্রকাশিত: ০৭:৩০, ২১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে আজ ঘরে ফিরছে নারী ফুটবলাররা

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েই আজ ঘরে ফিরছে দেশের নারী ফুটবলাররা। নারী চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, সাফ শিরোপা জয়ের লক্ষ্য পূরণ হয়েছে, এবার টার্গেট আসিয়ান অঞ্চলে নিজেদের যোগ্যতা প্রমাণের। বুধবার (২১ সেপ্টেম্বর) দূপুরে দেশে ফিরছেন লাল-সবুজের সোনার কন্যারা।

শিরোপা জিতলে ছাদখোলা বাসে সংবর্ধনার প্রত্যাশার কথা জানিয়েছিলেন নারী ফুটবলাররা। সাফ নারী ফুটবলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে সাবিনা-কৃষ্ণারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন। এবার তাদের প্রত্যাশা পূরণের পালা। ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের যৌথ উদ্যোগে চলছে বীর বরণের প্রস্তুতি। বিআরটিসির একটি দোতালা বাসের ওপরের অংশ কেটে ফেলা হয়েছে। চলছে একে চ্যাম্পিয়নদের রঙে রাঙিয়ে তোলার কাজ।

বিমানবন্দরে নারীদের বরণ করবেন ক্রীড়াপ্রতিমন্ত্রী। কাজী সালাউদ্দিন থাকবেন বাফুফে ভবনে। শুধু ফুলেল শুভেচ্ছায় নারীদের সংবর্ধনাতেই থামছে না আয়োজন।  থাকবে আর্থিক পুরস্কারও। এদিকে সাফের ফাইনালে না যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেছেন, ফুটবলারদের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে তাই শেষ মুহূর্তে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।

কাজী সালাউদ্দিন আরও বলেন, দীর্ঘ প্রস্তুতির সুফল পেয়েছে বাংলাদেশের ফুটবল। তবে নারীদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই নাজুক। এ নিয়ে আমাদের ভবিষ্যত পরিকল্পনা আছে।

সাফের গন্ডি পেরিয়ে এবার আরো বড় অর্জনের লক্ষ্য ফুটবল ফেডারেশনের। পরবর্তী লেভেলে যেতে নারী ফুটবলারদের প্রয়োজনে আরও বেশি পরিশ্রমের তাগিদ দিয়েছেন সালাউদ্দিন । বাংলাদেশের ফুটবল জাগরণে নারীদের এই সাফল্য ভুমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

বিভি/এমআর

মন্তব্য করুন: