• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাফুফে সভাপতির কাছে সাবিনারা যে দাবি করলেন

প্রকাশিত: ২২:০৫, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাফুফে সভাপতির কাছে সাবিনারা যে দাবি করলেন

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাফজয়ী মেয়েরা। তারা দাবি জানিয়েছেন বেতন বাড়ানোর। সেই সঙ্গে দাবি জানিয়েছেন অনুশীলন সুবিধা বাড়ানোর।

বর্তমানে তিন বিভাগে মেয়েরা মাসে বেতন পান ৮, ১০ ও ১২ হাজার টাকা করে। তারা জানান, এই অল্প টাকায় তাদের চলতে সমস্যা হয়।

মেয়েরা বেতন বাড়ানোর পাশাপাশি চেয়েছেন অনুশীলন সুবিধা ও খেলার সরঞ্জাম। সরঞ্জামের মধ্যে আছে জিপিএস সিস্টেমও। বর্তমানে একসেট জিপিএস আছে বাফুফের, ছেলে-মেয়ে সবাই এটা ব্যবহার করেন। মেয়েরা আলাদা করে জিপিএস সেট চেয়েছেন।

জানা গেছে বাফুফে সভাপতি সব দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

সালাউদ্দিন বলেছেন, বাফুফে সাধ্যমতো মেয়েদের সব দাবিই পূরণ করবে। বাফুফে সভাপতি মেয়েদের বলেছেন, এখন থেকে আর দক্ষিণ এশিয়া নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া অর্থাৎ আসিয়ান অঞ্চলের দলগুলোর সঙ্গে ভালো করার লক্ষ্য থাকবে। লক্ষ্য পূরণে মেয়েদের তৈরিও হতে বলেছেন তিনি।

কোচ গোলাম রব্বানীও তাঁর বেতন বাড়ানোর ব্যাপারে বাফুফে সভাপতির কাছে দাবি জানিয়েছেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: