• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উদ্ধার করতে উচ্ছেদ হবে যে কোনো স্থাপনাই

ঢাকার জলাবদ্ধতা দূর করতে আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে খনন শুরু ( ভিডিও) 

প্রকাশিত: ১৬:৩৩, ২৯ জুন ২০২২

আপডেট: ১৬:৫৩, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ

ঢাকার জলাবদ্ধতা দূর করতে আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে খনন শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন।

বুধবার (২৯ জুন) সকালে লালবাগের শহীদনগরে খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

এসময় তিনি বলেন, ঢাকাবাসীর জন্য এই নদীর খনন খুবই কাজে আসবে। মন্ত্রী বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে প্রয়োজন হলে যে কোনো স্থাপনাই উচ্ছেদ করা হবে। 

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, দখল ও দূষণে এই নদীকে মেরে ফেলা হয়েছে। ঢাকার জলাবদ্ধতা কমাতে নিজস্ব অর্থায়নেই এই খনন কাজ শুরু করা হয়েছে বলে জানান মেয়র। শিগগিরই আরো বড় পরিসরে খনন করা হবে বলেও জানান শেখ ফজলে নুর তাপস।

বিভি/রিসি

মন্তব্য করুন: