• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সংবাদ সংগ্রহের সময় বাংলাভিশনের সাংবাদিকের ওপরে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ১৮ আগস্ট ২০২২

আপডেট: ২২:২৬, ১৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সংবাদ সংগ্রহের সময় বাংলাভিশনের সাংবাদিকের ওপরে হামলা

লাল বৃত্তে হামলাকারী দুই যুবক

পেশাগত দায়িত্বপালনের সময় অজ্ঞাত দুই যুবক অতর্কিত বাংলাভিশনের প্রতিবেদক সাদ্দাম হোসাইনের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। 

হামলার শিকার সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, বিকালে ওই এলাকায় বিআরটি প্রকল্পের কাজ নিয়ে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার সময় দুই যুবক এসে পেশাগত কাজে বাধা দেয়। এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে বাংলাভিশনের সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করে। তাৎক্ষণিকভাবে উত্তরা পশ্চিম থানা পুলিশকে ফোন দেওয়ার সময় দ্রুত ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার ভিডিও এসময় বাংলাভিশনের ক্যামেরায় ধরা পড়ে। পরে মুঠোফোনে ঘটনাটি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়। 

লাল বৃত্তে হামলাকারীরা

এ  বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানান, হামলাকারী দুই যুবকের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক সাদ্দাম হোসাইন, ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ফেলোশীপ পেয়েছিলেন। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: