• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পুরুষ দিবস উপলক্ষে রাজধানীতে সাইকেল র‌্যালি

প্রকাশিত: ১৪:৫২, ১৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
পুরুষ দিবস উপলক্ষে রাজধানীতে সাইকেল র‌্যালি

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে রাজধানীতে বাইসাইকেল র‍্যালি হয়েছে। নারী নির্যাতন ও যৌতুকের মামলায় তদন্ত ছাড়া গ্রেফতার বন্ধের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) সকালে র‍্যালিটি শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমির দ্বিতীয় গেটে এসে শেষ হয়।

‘হেল্পিং ম্যান অ্যান্ড বয়েজ’ স্লোগান সামনে রেখে এবারের ‘বিশ্ব পুরুষ দিবস’ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে ফাউন্ডেশনটি।

বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। 

এ সময় পীরজাদা বলেন, ‘আমাদের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু এখন আইনের অপব্যবহার হচ্ছে। তদন্ত ছাড়া পুরুষকে অযাচিত গ্রেফতার বন্ধ করা এবং আইনের সংস্কার করা জরুরি।’

বিভি/এসএইচ/এনএ

মন্তব্য করুন: