• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে আবারও বাড়ছে  করোনা সংক্রমণ

প্রকাশিত: ১৫:২১, ২১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রামে আবারও বাড়ছে  করোনা সংক্রমণ

প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়ে হয়েছে দ্বিগুণ। এ সময়ের মধ্যে ১৩৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। 

বুধবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

নতুন আক্রান্ত ৯ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে ৫ জনের করোনা শনাক্ত হয়েছিলে। 

এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৮ হাজার ৮২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩ হাজার ৯১৯ জন নগরের এবং ৩৪ হাজার ৯০৫ জন উপজেলার বাসিন্দা। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন উপজেলার বাসিন্দা।

বিভি/টিটি

মন্তব্য করুন: