গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা, এলাকাবাসীর বিক্ষোভ
নারায়ণগঞ্জ রূপগঞ্জে নিরীহ ছাত্র মোবারক হোসেনকে পানিতে ডুবিয়ে হত্যাসহ নিরীহ গ্রামবাসীর উপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আব্দুস সামাদসহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
এ সময় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে সামাদ বাহিনীর সন্ত্রাসীদের প্রতীকি কুশপত্তলিকাদাহ করেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটাবো-আতলাশপুর এলাকার কালাদি-রুপসী সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রোবেল ভুইয়া, ফেরদৌস বাড়ী, কাউছার বারী, হাফেজ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আযাহার ভুইয়া প্রমূখ।
বক্তারা বলেন, (অবিলম্বে আব্দুস সামাদসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরীহদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা। তা নাহলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসূচী পালন করে বলে হুশিয়ারী দেন।
এদিকে এ ঘটনার ব্যাপারে সামাদ বাহিনীর প্রধান আব্দুল সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জুবায়ের হোসেন বলেন, আতলাশপুর এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যারা ঘটনার সঙ্গে জড়িত নয় তাদেরকে কোন প্রকার হয়রানি করা হবে না। এছাড়া সামাদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ লিখিত ভাবে পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: