• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওএসডি হলেন রংপুর মেডিকেল কলেজের বিতর্কিত অধ্যক্ষ মাহফুজার রহমান

প্রকাশিত: ১৮:১৩, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:০৮, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ওএসডি হলেন রংপুর মেডিকেল কলেজের বিতর্কিত অধ্যক্ষ মাহফুজার রহমান

ছবি: ডা. মাহফুজার রহমান

বৈষম্য বিরোধী শিক্ষার্থী, চিকিৎসক, কর্মচারি-কর্মকর্তা পরিষদের আন্দোলনের চাপে অবশেষে রংপুর মেডিকেল  কলেজের বিতর্কিত অধ্যক্ষ ডাক্তার মাহফুজার রহমানকে ওএসডি করে বদলী করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আদেশে এই বদলি করা হয়। নতুন অধ্যক্ষ হিসেবে দেয়া হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা: শরিফুল ইসলামকে।

স্বৈরাচারী আওয়ামী সরকারের সহযোগী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা ডা:  মাহফুজার রহমান গত ২৯ অক্টোবর অধ্যক্ষ ডা. শাহ মো. সরওয়ার জাহানকে সরিয়ে উপাধ্যক্ষ থেকে পদন্নতি দিয়ে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেয় মন্ত্রণালয়। 

এর পর থেকে ফুঁসে ওঠে মেডিকেল কলেজ। তার পদত্যাগের দাবিতে সাতদিন ধরে চলে আন্দোলন।

বিভি/এআই

মন্তব্য করুন: