• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জুলাই বিপ্লবের শহীদরা ফ্যাসিবাদী দুঃশাসনকে কবর দিয়েছে: সাইফুল ইসলাম

প্রকাশিত: ১৯:৫৯, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:০০, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জুলাই বিপ্লবের শহীদরা ফ্যাসিবাদী দুঃশাসনকে কবর দিয়েছে: সাইফুল ইসলাম

বিপ্লবী ওর্য়ার্কাস পার্টির সাধরণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, ১৯৭১ এর শহীদরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন। ২৪ এর শহীদরা জীবন দিয়ে চুরান্ত কর্তৃতবাদী, ফ্যাসিবাদী দুঃশাসনকে কবর দিয়েছে। শহীদের রক্ত ভেজা পথ নতুন দেশের আগামীর পথচলা নির্ধারণ করেছে। এই গণহত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ারও দাবি জানান। 

মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের কাওনিয়ায় গণঅভ্যুথ্থানের শহীদদের স্মরণে সমাবেশে তিনি একথা বলেন। 

বিপ্লবী ওর্য়ার্কাস পাটি রংপুর জেলা শাখার আয়োজনে স্বাধীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাইফুল ইসলাম আরো বলেন, শহীদরা শিখিয়েছে, অর্থনৈতি, রাজনৈতিক ও সমাজ বৈষম্য দূর করার। সাম্য ভিত্তিক, মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়ার। দেশের স্বার্থে জালিম ও জুলুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজনৈতিক পরিষদের সদস্য বহিৃশিখা জামালী, আকবর খান, আনসার আলী দুলাল, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা, সদস্য সচিব অ্যাডভোকেট মাজাহারুল আলম বাবুল, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান, জামেনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি জামিনুর রহমান, মোখলেছুর রহমানসহ স্থানীয় ওর্য়ার্কাস পার্টির নেতাকর্মীরা।

বিভি/এআই

মন্তব্য করুন: