• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়’

প্রকাশিত: ২০:২১, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বিতর্কিত কোন ব্যক্তিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। আওয়ামী সরকারের সঙ্গে আওয়ামী দোসর হিসেবে যারা কাজ করেছে তাদের দুই একজনকে এখানে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে পেয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি।

তিনি আরও বলেন, সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়। গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় যেটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে সেগুলো সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। পরবর্তী সময়ে জনগণের ভোটের মধ্য দিয়ে যারা জাতীয়ভাবে নির্বাচিত হবে, সংসদ হবে, সেই সংসদে তারা সংস্কার কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার কাঠামো ঘোষণা করেছেন।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে মহেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও জনসংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ প্রমুখ।

এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

বিভি/এআই

মন্তব্য করুন: