নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি
ছবি: সংগৃহিত
নরসিংদীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা বিএনপির আয়োজনে বিএনপির যুগ্ম- মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি`র আহবায়ক খায়রুল কবির খোকনের নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে চিনিশপুরস্থ জেলা কার্যালয় থেকে শুরু হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌর ঈদ গাহ্ মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি'র সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, এড.বাছেদ, গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, ভিপি জলিল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, জাহিদুল কবির ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ, অ্যাড. আবদুল বাসেদ প্রমুখ। এছাড়াও জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: